spot_img

ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইরাকের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে শক্তিশালী রকেট হামলা চালানো হয়েছে। এতে দুজন বিদেশি কন্ট্রাক্টর ও তিনজন ইরাকি সেনাবাহিনীর সদস্য আহত হয়েছেন।

ভয়েস অফ আমেরিকার প্রতিবেদনে বলা হয়, রবিবার (১৮ এপ্রিল) বাগদাদের উত্তরাঞ্চলীয় বালাদ বিমানঘাঁটি লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয়, যাতে একটি ডরমিটরি ও যুক্তরাষ্ট্র সেনাদের ব্যবহৃত ‘স্যালিপোর্ট’ ক্যান্টিনটি বিধ্বস্ত হয়।

তাৎক্ষণিভাবে এই হামলার দায় কেউ বা কোনো সংগঠন স্বীকার করেনি। তবে মার্কিন বাহিনী প্রতিনিয়ত ইরান সংশ্লিষ্ট সশস্ত্র সংগঠনগুলোকেই তাদের সেনা ও কূটনীতিকদের ওপর হামলার জন্য দায়ী করে আসছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব গ্রহণের পর ইরাকের মার্কিন সেনাবাহিনীর ঘাঁটি ও এর আশপাশে ২০টির অধিক রকেট হামলা চালানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট

যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ যাত্রায় প্রফেসর ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে আছে যুক্তরাজ্য।...

এই বিভাগের অন্যান্য সংবাদ