spot_img

এবার মরগানের পেছনে লেগেছেন গম্ভীর

অবশ্যই পরুন

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে এতদিন ধরে নানা বিতর্কিত মন্তব্য শোনা গেছে ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীরের মুখে।

তবে এবার সাবেক অধিনায়ক হিসেবে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইয়ন মরগ্যানের পেছনে লাগলেন গম্ভীর। আইপিএলের এবারের আসরে মরগ্যানের অধিনায়কত্বকে অদ্ভুত লাগছে তার কাছে।

এ পর্যন্ত খেলা তিন ম্যাচের প্রথমটিতে ১০ রানের নাটকীয় জয় পেলেও পরের দুটি ম্যাচেই হেরেছে কলকাতা। এই হারের জন্য মরগ্যানের অধিনায়কত্বকেই সরাসরি দায়ী করলেন কলকাতাকে দুবার শিরোপাজয়ী অধিনায়ক গম্ভীর। তার ভাষ্যে— মরগ্যানের এমন অদ্ভুত অধিনায়কত্ব দলকে ডোবাচ্ছে।

মরগ্যানকে একহাত নিয়ে রবিবারের ম্যাচ প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘আমার জীবনে দেখা সবচেয়ে অদ্ভুত অধিনায়কত্ব দেখলাম। দুটি উইকেট পাওয়া বোলারকে আর পরের ওভারেই বোলিংয়েই আনল না অধিনায়ক! বিশেষ করে যখন একজন ইনফর্ম ব্যাটসম্যান মাঠে রয়েছে। যদি বরুণ ৬ ওভারের মধ্যেও তৃতীয় উইকেট পেত বা ম্যাক্সওয়েলকে আউট করতে পারত তা হলে খেলাটাই বদলে যেত। অন্যরকম কিছু দেখা যেত।’

এটুকু বলেই ইয়ন মরগ্যানকে ধরাশায়ী করেননি গম্ভীর। ইংলিশ তারকাকে কটাক্ষ করে তিনি আরও বলেন, এটি হয়তো আমার দেখা সবচেয়ে হাস্যকর অধিনায়কত্ব। আমি এটিকে ব্যাখ্যা করতে পারব না। কারণ এটি ব্যাখ্যা করার মতো কোনো পরিভাষা নেই।’

প্রসঙ্গত, নিজেদের তৃতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ইনিংসের দ্বিতীয় ওভারেই ২ উইকেট শিকার করেন বরুণ চক্রবর্তী। এর পর আর বরুণকে আক্রমণে আনেননি মরগ্যান। শেষ পর্যন্ত আরসিবি ২০৪ রানের পাহাড় সংগ্রহ করে। পরে ৩৮ রানে হেরে যায় কলকাতা।

সর্বশেষ সংবাদ

আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে শিবিরের ৭ নেতাকর্মীর অভিযোগ

গুম, পঙ্গু করে দেয়া ও হত্যাচেষ্টার অভিযোগে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন ইসলামী ছাত্রশিবিরের ৭ জন নেতাকর্মী। রোববার...

এই বিভাগের অন্যান্য সংবাদ