যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কারারুদ্ধ ক্রেমলিন সমালোচক আলেক্সাই নাভালনি ‘সম্পূর্ণ অন্যায়’ পরিস্থিতিতে রয়েছেন। শনিবার নাভালনির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘এটি সম্পূর্ণ, সম্পূণর্ই অন্যায়’।
এর আগে কারাগারে বন্দি রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। তারা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো তার মৃত্যু হতে পারে। তার চিকিৎসার বিষয়ে এখনই গুরুত্ব দেয়া না হলে তাকে বাঁচানো সম্ভব হবে না।
শনিবার এক টুইট বার্তায় তার চিকিৎসক জানান, নাভালনির শারীরিক অবস্থা অনেক শোচনীয়। তিনি যে কোনো সময় হৃদরোগে আক্রান্ত হতে পারেন। এমনকি তার কিডনিও অকেজো হয়ে পড়তে পারে। সম্প্রতি করা স্বাস্থ্য চেকআপের প্রতিবেদন পাওয়ার পরই এমন আশঙ্কার কথা জানান চিকিৎসক।