করোনা ভাইরাসের টিকা নেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র-সিডিসি।
বিশেষজ্ঞরা জানান, টিকা নেয়ার পর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়া সুফলদায়ক। এদিকে, গেলো দিনে প্রায় ৮ লাখসহ বিশ্বে মোট আক্রান্ত ১৪ কোটি ১৩ লাখ ছাড়িয়েছে। আর সাড়ে ১১ হাজারসহ প্রাণহানি ৩০ লাখ ২৪ হাজার প্রায়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র টিকা উৎপাদনের কাঁচামালের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা জারি রাখায়, ফুরিয়ে আসছে বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদন সক্ষমতা। প্রেসিডেন্ট বাইডেনকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহবান জানিয়েছেন সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনেওয়ালা। তবে, করোনার দ্বিতীয় প্রাদুর্ভাবে বিপর্যস্ত ভারত ঘুরে দাঁড়াবে বলে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।