যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিয়ামির নিভিয়ানে পেটিট ফেলপস নামের এই নারী হুমকি দিয়ে একটি ভিডিয়ো প্রকাশ করেন। পরে ফ্লোরিডার এক ডিসট্রিক্ট কোর্টে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) এসব জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
কিছুদিন আগে ফেলপস তার কারাগারে থাকা স্বামীকে একটি ভিডিয়ো পাঠান। যুক্তরাষ্ট্রে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে বন্দিদের পরিবার এভাবে যোগাযোগ করতে পারে। ভিডিয়োটিতে তিনি জো বাইডেন এবং কমলা হ্যারিসের ওপর ক্ষোভ ঝেড়ে স্বামীর সঙ্গে কথা বলেন। এরপর ফেব্রুয়ারি থেকে কমলা হ্যারিসকে সরাসরি আক্রমণ করতে থাকেন।
ভিডিয়ো বার্তায় তিনি বলেন, কমলা হ্যারিস, তুমি মরতে যাচ্ছে। তোমার দিন ইতোমধ্যে গোনা হয়ে গেছে। আমি এটা করতে যাচ্ছি, প্রস্তুত থাকো।
এই নারীর বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগে বলা হয়, রাষ্ট্রপতি জো বাইডেন এবং সহ রাষ্ট্রপতি কমলা হ্যারিসসহ অন্যদের সম্পর্কে ঘৃণা প্রকাশ করে ফেলপস ক্রোধে কথা বলছিলেন। এই ভিডিয়োগুলোতে ফেলপস ভাইস প্রেসিডেন্ট হ্যারিসকে হত্যার কথাও বলেছেন।