spot_img

মাদ্রিদের নির্বাচনে বাংলাদেশিদের সমর্থন পেতে প্রার্থীদের প্রচারণা

অবশ্যই পরুন

স্পেনের মাদ্রিদ কমিউনিটির আঞ্চলিক সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে দেশটির বিরোধী দল “মাস মাদ্রিদ” বাংলাদেশি কমিউনিটির সঙ্গে গণসংযোগ করেছে। গত শুক্রবার (১৬ এপ্রিল) দলটির পক্ষে আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী মনিকা সিলভানা গনজালেস মাদ্রিদের বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় সভা করেন।

ঐ দিন সকাল ১০টায় দলটি মাদ্রিদ শহরের বাংলাদেশি অধ্যুষিত এলাকা লাভাপিয়েসের নিকটস্থ হেলথ সেন্টার, মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলা ও বায়তুল মুকাররম জামে মসজিদে তিনি ভোটের প্রচারণা সভা করেন।

মাস মাদ্রিদ এর নেতাকর্মী ছাড়াও অনেক প্রবাসী বাংলাদেশিরা এ সব মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

বায়তুল মুকাররম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে ও ভালিয়েন্তে বাংলার সভাপতি ফজলে এলাহীর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় ‘মাস মাদ্রিদের’ নেতারা মাদ্রিদের আঞ্চলিক সরকার নির্বাচনে নিজ দলের প্রার্থী, মাদ্রিদ অ্যাসেম্বলির সদস্য মনিকা সিলভানা গনজালেজকে জয়ী করার জন্য বাংলাদেশি কমিউনিটির সহযোগিতা প্রত্যাশা করেন।

মাদ্রিদে বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ দলটিকে সহযোগিতার আশ্বাস দেন এবং সেই সাথে লাভাপিয়েস অঞ্চলে একটি বড় মসজিদ নির্মাণের ব্যাপারে বর্তমান বিরোধী দল “মাস মাদ্রিদ” দলের সহযোগিতা প্রত্যাশা করেন। এছাড়া অবৈধ অভিবাসীদের বৈধতা প্রদান এবং সবার জন্য স্বাস্থ্যসেবা উন্মুক্তসহ স্বাস্থ্য সেন্টারগুলোতে অভিবাসীদের জন্য দোভাষী নিয়োগসহ অবিভাসীদের বিভিন্ন দাবী দলটির নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন।

গণসংযোগ চলাকালে মাদ্রিদ অ্যাসেম্বলির সদস্য ও মাস মাদ্রিদের প্রেসিডেন্ট প্রার্থী মনিকা সিলভানা গনজালেস তার বক্তব্যে বলেন, মাস মাদ্রিদ একটি অভিবাসী বান্ধব দল এবং দলটি জয়ী হলে অভিবাসীদের নিয়ে কাজ করবে।

এছাড়া দলটির ভাইস প্রেসিডেন্ট ম্যানুয়েল বলেন, সকলের জন্য নির্ভরশীল একটি শহর ‘মাদ্রিদ’ গড়তে মাস মাদ্রিদ কাজ করছে। দলের বিজয় নিয়ে শিগগিরই আবার দেখা হবে।

নির্বাচনে ভোট ও সহযোগিতা চেয়ে আরেও বক্তব্য রাখেন- মাদ্রিদ সিটি কর্পোরেশনের প্রধান রীতা মায়েস্ট্রো, মাদ্রিদ সিটি কাউন্সিলর খোরখে গ্রাসিয়া কাস্তিয়ানো, মানুয়েল, গলা, এরিখ প্রমুখ।

মতবিনিময় সভায় বাংলাদেশ মুসলিম কমিউনিটির পক্ষে বক্তব্য দেন- বায়তুল মুকাররম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল খালিক, ভালিয়েন্তে বাংলার সভাপতি মো. ফজলে এলাহী, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, জুলহাস উদ্দিন, আলামিন পালোয়ান, শাহ আলম, হাবিব আহমদ প্রমুখ।

উল্লেখ্য, স্পেনের মাদ্রিদ কমিউনিটির আঞ্চলিক সংসদ নির্বাচন আগামী ৪ মে অনুষ্ঠিত হবে। এবার মোট ১৩৬টি আসনের জন্যে স্পেনের ছয়টি বড় দল নির্বাচনে প্রার্থী দিয়েছে। মাদ্রিদ স্পেনের রাজধানী হওয়ায় এই নির্বাচনে বিজয়ী দলের প্রভাব পড়ে সারা স্পেনের রাজনীতির ওপর। তাই তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়েই নির্বাচনটির ফলাফল আসবে বলে মনে করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা।

সর্বশেষ সংবাদ

আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে শিবিরের ৭ নেতাকর্মীর অভিযোগ

গুম, পঙ্গু করে দেয়া ও হত্যাচেষ্টার অভিযোগে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন ইসলামী ছাত্রশিবিরের ৭ জন নেতাকর্মী। রোববার...

এই বিভাগের অন্যান্য সংবাদ