spot_img

পাকিস্তানের এক ডোজের করোনা ভ্যাকসিন বানানোর ঘোষণা

অবশ্যই পরুন

করোনা মহামারি মোকাবিলায় পাকিস্তান বেশ পিছিয়ে রয়েছে। দেশটির প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণই আক্রান্ত হয়েছেন। মহামারি সমাপ্তির ‘প্রধান অস্ত্র’ মনে করা করোনা ভ্যাকসিন খুব বেশি পায়নি দেশটি। পরিস্থিতি মোকাবিলায় এবার নিজেরাই এক ডোজের ভ্যাকসিন বানানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান।

গতকাল (মঙ্গলবার) দেশটির জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের (এনআইএইচ) নির্বাহী পরিচালক মেজর জেনারেল আমির ইকরাম জানিয়েছেন, তারা চীনের সহযোগিতায় শিগগিরই করোনারোধী ভ্যাকসিন বানানোর কাজ শুরু করতে চলেছেন।

প্রথমে পাকিস্তানের জাতীয় স্বাস্থ্য বিষয়ক সংসদীয় কমিটির কাছে এই তথ্য জানান এনআইএইচ পরিচালক। পরে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন তিনি।

আমির ইকরাম বলেন, চীনের ক্যানসিনোবায়ো ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেয়া প্রথম সারির দেশগুলোর মধ্যে ছিল পাকিস্তান। এখন চীনের কাছে ভ্যাকসিনটির প্রযুক্তি পাঠানোর অনুরোধ জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ।

তিনি বলেন, চলতি মাসেই ভ্যাকসিনের কাঁচামাল পাকিস্তানে পৌঁছাবে। আশা করছি, আমরা এপ্রিলের শেষে ভ্যাকসিন প্রস্তুতকরণে কিছু ব্যবস্থা নিতে পারব। এর জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম ও রাসায়নিক সংগ্রহ করেছে এনআইএইচ।

পাকিস্তানি এ কর্মকর্তা বলেন, কাজটি করার জন্য আমাদের টিম তৈরি, আর চীনের একটি টিমও পাকিস্তানে পৌঁছেছে। চীনা টিম এনআইএইচে আমাদের টিমের কাজ তদারকি করবে।

সরকারি হিসাবে পাকিস্তানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত ৭ লাখ ৩৪ হাজার মানুষ। মারা গেছেন ১৫ হাজার ৭৫৪ জন।

সর্বশেষ সংবাদ

মানসিক সমস্যায় ভুগছেন এমবাপ্পে!

ছোট থেকে স্বপ্ন দেখতেন, একদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলবেন। স্বপ্ন এখন বাস্তব। কিলিয়ান এমবাপ্পে রিয়ালের হয়ে গত অগাস্ট থেকেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ