মালয়েশিয়ায় সামাজিক ভিজিট পাসের মেয়াদ বাড়ানো যাবে। মেয়াদ বাড়াতে আবেদন করতে হবে অভিবাসন বিভাগে। অভিবাসন বিভাগ বলছে, কোভিড-১৯ সংক্রমণ রোধে নিয়ন্ত্রণ আদেশের সময় যাদের সামাজিক ভিজিট পাসের মেয়াদ শেষ হয়েছে, তাদেরকে ২১ এপ্রিলের মধ্যে মালয়েশিয়া ছেড়ে চলে যেতে হবে। তবে যাতায়াত বিধিনিষেধের কারণে যারা স্বদেশে ফিরে যেতে পারছেন না, তারা পাসের মেয়াদ বাড়াতে আবেদন করতে পারবেন।
আবেদনটি অবশ্যই তাদের নিজ নিজ দূতাবাস দ্বারা সমর্থিত হতে হবে এবং আবেদনের সঙ্গে আর্থিক আয়ের প্রমাণ দাখিল করতে হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক সেরি খায়রুল দাযামি দাউদ।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জয়নুদিন বলছেন, বিদেশিদের কাছ থেকে পাওয়া আবেদন বিবেচনা করা হবে। ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক সেরি খায়রুল দাযামি দাউদ ১২ এপ্রিল এক বিবৃতিতে বলেছেন, ভ্রমণ ভিসায় মালয়েশিয়ায় থাকার অনুমতি পাওয়া বিদেশিদের ইমিগ্রেশন আইনের অধীনে প্রতিটি বিধি মেনে চলতে হবে।