ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে পেছনে ফেলে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠেছেন বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজের পর আইসিসির সর্বশেষ ঘোষিত র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আছেন তিনি।
৮৬৫ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক। দ্বিতীয় স্থানে থাকা কোহলির পয়েন্ট ৮৫৭। তৃতীয় স্থানেও আছেন আরেক ভারতীয়। ৮২৫ পয়েন্ট নিয়ে তালিকায় কোহলির পরের স্থানটি নিজের করে নিয়েছেন রোহিত শর্মা।
সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে তিন ওয়ানডের সিরিজে ব্যাট হাতে আলো ছড়ান বাবর আজম। এক সেঞ্চুরিসহ ২২৮ রান করে ওই সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন পাকিস্তানের অধিনায়ক।
জহির আব্বাস, জাভেদ মিয়াদাদ ও মোহাম্মদ ইউসুফের পর মাত্র চতুর্থ পাকিস্তানি হিসেবে ওয়ানডে সেরা ব্যাটসম্যান হওয়ার কৃতিত্ব দেখালেন বাবর। এতে অবসান ঘটেছে কোহলির ১২৫৮ দিনের রাজত্বের। বর্তমানে টেস্ট র্যাংকিংয়ে পঞ্চম ও টি-টোয়েন্টিতে তৃতীয় স্থানে আছেন বাবর।
২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বাবরের। এখনো পর্যন্ত ৭৮ ওয়ানডে খেলে ৫৬.৮৩ গড়ে ৩৮০৮ রান করেছেন তিনি। ওয়ানডেতে সবচেয়ে কম ইনিংসে ১৩ সেঞ্চুরি করেছেন বাবর, নামের পাশে আছে ১৭ ফিফটিও।