spot_img

সৌদি আরবে ৩০ মিনিটেই শেষ করতে হবে তারাবির নামাজ

অবশ্যই পরুন

করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে রমজানে সৌদি আরবের সব মসজিদে ৩০ মিনিটের মধ্যে তারাবির নামাজ শেষ করার আদেশ জারি করেছে দেশটির ইসলাম, দাওয়াহ ও দিক নিদের্শনা বিষয়ক মন্ত্রণালয়। রোববার সরকারি এক বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. আবদুল লতিফ আল-শেখ।

বিজ্ঞপ্তিতে মন্ত্রী বলেন, সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে পরামর্শক্রমে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনাক্রমে সৌদি আরবের কোনো মসজিদ এশা ও তারাবির নামাজের জন্য ৩০ মিনিটের বেশি খোলা থাকবে না। এছাড়া মন্ত্রণালয়ের করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী মসজিদ কর্তৃপক্ষকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়।

পাশাপাশি মসজিদে আসা মুসল্লিদের মাস্ক পরে আসা, নিজস্ব জায়নামাজ নিয়ে আসা ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজ পরার জন্য বিজ্ঞপিতে নির্দেশনা দেয়া হয়।

সূত্র : সৌদি গেজেট

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ