বিশ্বজুড়ে আরও ১১ হাজার মানুষের মৃত্যু হলো করোনাভাইরাসে। মোট প্রাণহানি ২৯ লাখ ৩৯ হাজারের কাছাকাছি।
২৪ ঘণ্টায় সর্বোচ্চ আড়াই হাজারের ওপর মৃত্যু দেখেছে ব্রাজিল। লাতিন দেশটির মোট প্রাণহানি সাড়ে ৩ লাখের ওপর। অবশ্য সংক্রমণ শনাক্তের শীর্ষে এখনো ভারত। দেশটিতে ২৪ ঘণ্টায় এক লাখ ৫৩ হাজারের মতো মানুষের দেহে মিলেছে করোনা। মারা গেছেন ৮৩৮ জন।
দিনের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ছিলো মেক্সিকোতে- ৮৭৪ জন। এছাড়া যুক্তরাষ্ট্রে ৭ শতাধিক প্রাণহানির পাশাপাশি শনাক্ত হয়েছে ৬৬ হাজারের বেশি সংক্রমণ। পোল্যান্ডেও মৃত্যু ছিলো সাড়ে ৭শ’র ওপর। বিশ্বজুড়ে একদিনেই ৬ লাখ ৫৬ হাজারের বেশি মানুষের শরীরে মিললো ভাইরাসটি। মোট সংক্রমিত ১৩ কোটি ৬০ লাখের মতো।