কেবল করোনাভাইরাসের টিকা নেওয়া ব্যক্তিদের সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আরব নিউজ এক প্রতিবেদনে জানায়, সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রমজান মাসে সৌদি আরবে করোনাভাইরাসের সংক্রমণ যেন না বাড়তে পারে, বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, ফজরের নামাজের দুই ঘণ্টা আগে মসজিদে নববির দরজা খুলে দেওয়া হবে এবং তারাবীহর নামাজ শেষ হওয়ার ৩০ মিনিট পর বন্ধ করে দেওয়া হবে। তবে রমজান মাসের শেষ ১০ দিন মসজিদে নববি খোলা থাকবে ২৪ ঘণ্টা।