spot_img

করোনামুক্ত শচীন হাসপাতাল থেকে বাসায়

অবশ্যই পরুন

সাবেক লিজেন্ডারিদের নিয়ে ভারতের রায়পুরে অনুষ্ঠিত  রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ভারতের ক্যাপ্টেনসি করে ট্রফিও জিতিয়েছেন। সেই টুর্নামেন্ট শেষে শচীন আক্রান্ত হয়েছেন করোনায়।

 ২৭ মার্চ কোভিড-১৯ পরীক্ষায় হয়েছিলেন তিনি পজিটিভি। করোনায় আক্রান্ত হয়েছিলেন শচীন।  বিশ্বকাপ জয়ের দশ বছর পূর্তিকে সামনে রেখে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে পর্যন্ত হয়েছে ক্রিকেট জিনিয়াসকে।

করোনা আক্রান্ত হওয়ার কথা টুইট করে সেদিন শচীন লিখেছিলেন-‘আপনাদের সবার ভালবাসা ও প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ। চিকিৎসকদের পরামর্শ মেনে হাসাপাতালে ভর্তি হলাম। আশা করি কিছু দিনের মধ্যে বাড়ি ফিরে আসব। সবাই ভাল ও সুস্থ থাকবেন। আজকের দিনে ১০ বছর আগে ভারত বিশ্বকাপ জিতেছিল। সকল ভারতীয় ও আমার বিশ্বকাপ জয়ী সতীর্থদের অভিনন্দন।’

১৩ দিন পর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বৃহস্পতিবার বাড়ি ফিরেছেন শচীন তেন্ডুলকর। আগামী কয়েক দিন বাড়িতে আইসোলেশনে থাকবেন শচীন। হাসপাতাল থেকে বাড়ি ফেরার কথা তিনি নিজেই টুইট করে জানিয়েছেন শচীন-‘হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম। আপাতত আইসোলেশনে থাকব। এখানেই সুস্থ হওয়ার প্রক্রিয়া চলবে।সবার তরফ থেকে যে শুভেচ্ছা পেয়েছি, তার জন্য সবাইকে ধন্যবাদ। যে চিকিৎসাকর্মীরা আমার যত্ন নিয়েছেন, তাঁদেরকেও ধন্যবাদ। এঁরা এই কঠিন পরিস্থিতিতে গত এক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।’

পূর্বের সংবাদরোজায় কী খাবেন?
পরবর্তী সংবাদআজ ঢাকায় আসছেন জন কেরি

সর্বশেষ সংবাদ

ইউক্রেনে নতুন রুশ ক্ষেপণাস্ত্রের ব্যবহার উদ্বেগজনক : জাতিসঙ্ঘ

রাশিয়ার নতুন এক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইউক্রেনে হামলা নতুন করে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। বৃহস্পতিবার জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ