কারাগারে বন্দি রাশিয়ায় বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। ধীরে ধীরে অনুভূতি হারিয়ে ফেলার পথে তার হাত ও পা। গতকাল বুধবার এ দাবি করেন তার আইনজীবী।
নাভালনির সাথে সাক্ষাতের পর তিনি জানান, হাঁটতে পারলেও তীব্র ব্যাথা অনুভব করছেন নাভালনি। মাঝে মাঝেই অবশ হয়ে যাচ্ছে তার পা। এখনই সঠিক চিকিৎসা না পেলে, হাত, পা ও কব্জি স্থায়ীভাবে অনুভূতি হারিয়ে ফেলতে পারে।
উল্লেখ্য, বেশকিছুদিন ধরেই জ্বর, শ্বাসকষ্টসহ নানা জটিলতায় ভুগছেন নাভালনি। চলতি সপ্তাহের শুরুতে কারাগারের সিক বেডে স্থানান্তর করা হয় তাকে। তবে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তার। সঠিক চিকিৎসার দাবিতে গত সপ্তাহে অনশন শুরু করেন তিনি। নাভালনির শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সূত্র : নিউজ ইন টুয়েন্টিফোর