নাইজেরিয়ার একটি কারাগার থেকে পালিয়েছে ১৮শ’য়ের বেশি কয়েদি। সোমবার ওয়েরি শহরে হয় এ দুর্ধর্ষ ঘটনা।
কর্তৃপক্ষ জানায়, পিক আপ ও বাসে করে কারাগারে পৌঁছায় বেশ কয়েকজন হামলাকারী। ভারী অস্ত্র ও বিস্ফোরক নিয়ে হামলা চালায় তারা। বোমা বিস্ফোরণ করে ঢুকে পড়ে ভেতরে। রকেট গ্রেনেড, মেশিন গান, রাইফেল ও বিপুল পরিমাণ গোলাবারুদ ছিল তাদের সাথে। ব্যাপক তাণ্ডব চালিয়ে কারাগারের দরজা ভেঙে ফেলে তারা। তারপর কয়েদিরা বেরিয়ে যায়।
এদিকে, এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বায়াফ্রাকে দায়ী করছে পুলিশ। তবে দায় অস্বীকার করেছে গোষ্ঠীটি।