spot_img

ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯১

অবশ্যই পরুন

ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে সাইক্লোন সিরোজার প্রভাবে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১ জন। এর আগে রোববার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ দুইটির ওপর এই সাইক্লোন আঘাত হানে।

বন্যার তোড়ে বাড়িঘর ভেসে যাওয়ায় হাজার হাজার লোক আশ্রয়হীন হয়ে পড়েছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সাইক্লোনের প্রভাবে পরবর্তী দিনে বৃষ্টিপাত হবে।

কর্তৃপক্ষ জানায়, বন্যায় দেশটিতে অন্তত ৭০ জনের প্রাণহানি এবং আরো ৭০ জন নিখোঁজ হয়েছেন।

অপরদিকে পূর্ব তিমুরের কর্তৃপক্ষ বলছে বলছে, বন্যায় দেশটিতে অন্তত ২১ জন নিহত হয়েছে।

সাইক্লোন সিরোজা বর্তমানে আরো শক্তি সঞ্চয় করে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে অগ্রসর হচ্ছে।

সূত্র : এনডিটিভি

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ