spot_img

জর্ডানের বাদশাহকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা, মোসাদ এজেন্টের সংযোগ

অবশ্যই পরুন

জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বিন হুসেইনকে ক্ষমতাচ্যুতের চেষ্টায় নিরাপত্তা সংস্থার তদন্তে এবার প্রকাশিত হলো ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক এক এজেন্টের সংযোগ। রোববার নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জর্ডানের সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এই তথ্য জানানো হয়।

তদন্তের সাথে জড়িত সূত্রের বরাত দিয়ে জর্ডানের সংবাদমাধ্যম আম্মুনে জানানো হয়, রই শপুশিঙ্ক নামের ওই সাবেক এজেন্ট ষড়যন্ত্রের অভিযোগে আটক জর্ডানের সাবেক যুবরাজ শাহজাদা হামজার স্ত্রীর সাথে শনিবার যোগাযোগ করেন। তিনি তাকে জর্ডান থেকে পালিয়ে যেকোনো জায়গায় যেতে প্রাইভেট জেট যোগাড় করে দেয়ার প্রস্তাব করেন।

পরে রোববার ইসরাইলি সংবাদমাধ্যম ওয়ালা নিউজে জানানো হয়, ইউরোপে বাস করা রই শপুশিঙ্ক নামের ওই ইসরাইলি স্বীকার করেছেন তিনি শাহজাদা হামজার স্ত্রীকে সাহায্যের প্রস্তাব করেছেন। তবে তিনি জোর দিয়ে বলেন, মোসাদে কখনোই তিনি কাজ করেননি।

তদন্তের পরিপ্রেক্ষিতে রোববার এক সংবাদ সম্মেলনে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি আটক বন্দীদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত বিবরণ তুলে ধরে বলেন, বাদশাহর সৎ ভাই শাহজাদা হামজাসহ আটক ব্যক্তিরা বিদেশি একটি দলের সাথে মিলে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রে জড়িত ছিলেন।

আয়মান সাফাদি বলেন, শাহজাদা হামজার স্ত্রী শাহজাদী বাসমাকে বিমানে করে জর্ডানের বাইরে নিয়ে যাওয়ার জন্য একটি বিদেশি নিরাপত্তা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি প্রস্তাব দিয়েছিলেন। তবে তিনি সংস্থাটির নাম বলেননি।

এদিকে শাহজাদা হামজাকে গৃহবন্দী করার পরিপ্রেক্ষিতে তার মা ও সাবেক বাদশাহ হুসেইন বিন তালালের চতুর্থ স্ত্রী রাণী নুর আল-হুসেইন এক টুইট বার্তায় ছেলের বিরুদ্ধে অভিযোগকে ‘অপবাদ’ বলে লিখেন, ‘তিনি প্রার্থনা করছেন যাতে সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।’

এর আগে শনিবার বাদশাহ আবদুল্লাহকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের অভিযোগে শাহজাদা হামজাকে গৃহবন্দী এবং রাজপরিবারের সদস্য শরিফ হাসান বিন জায়েদ ও দেশটির সাবেক অর্থমন্ত্রী বাসেম ইবরাহীমসহ অন্তত ২০ জনকে আটক করা হয়।

সূত্র : জেরুসালেম পোস্ট

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ