চেলসিতে যোগ দিয়েই যেন দলটিকে বদলে দিয়েছিলেন টমাস টুখেল। হারেননি একটি ম্যাচও। কিন্তু প্রথমবার সেই হারের স্বাদটা যেন একটু বেশিই তেঁতু হলো। তাদের ঘরের মাঠেই চেলসিকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ব্রম। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ও প্রিমিয়ার লিগে ১০ ম্যাচ পর হারল চেলসি।
শনিবার ম্যাচের প্রথমার্ধেই অবশ্য দশজনের দলে পরিণত হয় চেলসি। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া চেলসি এগিয়ে যায় ২৭ মিনিটে।
মার্কোস আলোনসোর ফ্রি কিক বাঁ পোস্টে আটকে যায়। ফিরতি বল পেয়ে গোল করেন পুলিসিস। দুই মিনিট পরই বড় ধাক্কা খায় স্বাগতিকরা। প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠে ছাড়েন ব্রাজিলিয়ান ডিফেন্ডার সিলভা।
ওয়েস্ট ব্রম এরপরই ঘুরে দাঁড়ায়। প্রথমার্ধেই লিড নেয় তারা। দুইটি গোলই হয় প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। চেলসির গোলমুখে উঁচু করে বল বাড়ান সফরকারী গোলরক্ষক স্যাম জনস্টোন। প্রতিপক্ষ ডিফেন্ডারদের পেরিয়ে বল দখলে নিয়ে সমতা টানেন পেরেইরা। দুই মিনিট পর ডি-বক্সের ভেতর বল পেয়ে ঠান্ডা মাথায় বাঁ-পায়ের শটে দলকে লিড এনে দেন তিনি।
৬৩ মিনিটে রবিনসন ও পাঁচ মিনিট পর আরও এক গোল করেন জিয়াগনি। তিন মিনিট পর ব্যবধান কমিয়ে ফেলে চেলসি। টিমো ভেরনারের পাস পেয়ে ফাঁকা জালে বল পাঠান মাউন্ট। ম্যাচের যোগ করা সময়ে স্কোরলাইন ৫-২ করেন রবিনসন।
গত সেপ্টেম্বরে আসরে প্রথম দেখায় নিজেদের মাঠে চেলসিকে ৩-৩ গোলে রুখে দিয়েছিল ওয়েস্ট ব্রম। ৩০ ম্যাচে ১৪ জয় ও ৯ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে চেলসি। ২১ পয়েন্ট নিয়ে তালিকার ১৯ নম্বরে আছে ওয়েস্ট ব্রম।