spot_img

সুয়েজ খাল থেকে কম খরচে করিডোর দিচ্ছে ইরান

অবশ্যই পরুন

সুয়েজ খালের পরিবর্তে বিকল্প রুট হিসেবে কম খরচে এবং কম সময়ে লোহিত সাগরে যেতে আন্তর্জাতিক সম্প্রদায়কে তেহরানের করিডোর ব্যবহারের আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

আন্তর্জাতিকভাবে কম পরিচিত ইন্টারন্যাশনাল নর্থ-সাইথ ট্রান্সপোর্ট করিডোর (আইএনএসটিসি) দিয়ে দ্রুত ইউরোপ থেকে এশিয়ার মধ্যে পণ্যবাহী জাহাজ বিশেষ করে তেলবাহী জাহাজ যাতায়াত করতে পারে বলে জানান মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। খবর আরব নিউজের

সম্প্রতি এক টুইট বার্তায় তিনি বলেছিলেন, আমাদের করিডোর ব্যবহার করে রোহিত সাগর থেকে ভারত যেতে সুয়েজ খালের চেয়ে খরচ কমবে ৩০ শতাংশ এবং সময় কমবে ২০ দিন।

জালালি বলেন, এটি সুয়েজ খালের উৎকৃষ্ট বিকল্প রুট। এতে আপনাদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় করবে।

সম্প্রতি কনটেইনারবাহী এক জাহাজ আটকে সুয়েজ খাল বন্ধ হয়ে ওই রুটে চলাচল বন্ধ থাকে বেশ কয়েকদিন। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে সহজে ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য তাদের করিডোর ব্যবহারের আহ্বান জানিয়েছে।

করিডোরটি ইরানের বন্দর আব্বাস থেকে আজারবাইজান হয়ে ককেসাস অঞ্চলের ওপর দিয়ে মস্কো হয়ে ভারতের মুম্বাই পর্যন্ত গিয়েছে। এতে ইরান ছাড়াও বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে ভারত ও রাশিয়া।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ