spot_img

দেশে একদিনে করোনায় সর্বোচ্চ শনাক্ত ৬৪৬৯, মৃত্যু বেড়ে ৫৯, সুস্থ ২৫৩৯ জন

অবশ্যই পরুন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৬ হাজার ৪৬৯ জনের শরীরে। এটিই একদিনে সর্বাধিক শনাক্তের ঘটনা। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬ লাখ ১৭ হাজার ৭৬৪।

অন্যদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ১০৫।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ২২ দশমিক ৯৪ শতাংশ ও মৃত্যুহার ছিল ১ দশমিক ৪৮ শতাংশ। গতকাল বুধবারও সংক্রমণের হার ছিল ১৯ দশমিক ৯০।

সেখানে বলা হয়, ২২৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ১৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৬ লাখ ৯৮ হাজার ৭৭৪টি।

এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৫৩৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৫ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে সে বছরের ১৮ মার্চ।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

  • মোট শনাক্ত:  ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জন
  • মারা গেছেন: ৯ হাজার ১০৫ জন
  • মোট সুস্থ: ৫ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন
  • মোট নমুনা পরীক্ষা: ৪৬ লাখ ৯৮ হাজার ৭৭৪টি

সর্বশেষ সংবাদ

আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে শিবিরের ৭ নেতাকর্মীর অভিযোগ

গুম, পঙ্গু করে দেয়া ও হত্যাচেষ্টার অভিযোগে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন ইসলামী ছাত্রশিবিরের ৭ জন নেতাকর্মী। রোববার...

এই বিভাগের অন্যান্য সংবাদ