spot_img

লন্ডন ফেরত ৮৩ যাত্রী কোয়ারেন্টাইনে

অবশ্যই পরুন

সিলেটে পৌঁছেছে লন্ডনের একটি ফ্লাইট। এতে ৮৩ জন দেশে ফিরেছেন। তাদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তারা সরকার নির্ধারিত হোটেলে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ৯টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দর থেকে ৮৩ যাত্রী নিয়ে সিলেট আন্তর্জাতিক ওসমানী বিমানবন্দরে অবতরণ করে।

সংশ্লিষ্টরা জানান, ৮টা ৫০ মিনিটে সিলেট আন্তর্জাতিক ওসমানী বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। এর পর বেলা ১১টা ৩৫ মিনিটে ইমিগ্রেশন কার্যক্রম শেষে সরকারি নির্দেশনা মোতাবেক ৮৩ প্রবাসীকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা ১১টা ৩৫ মিনিটে ইমিগ্রেশন কার্যক্রম শেষে ৮৩ প্রবাসীকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবসম্মত নয়: গণশিক্ষা উপদেষ্টা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা....

এই বিভাগের অন্যান্য সংবাদ