spot_img

জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের মানববন্ধন

অবশ্যই পরুন

২৫ মার্চ গণহত্যা দিবস কে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য জাতিসংঘের সামনে মানববন্ধন করেছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ। একই সাথে বাংলাদেশ স্থায়ী মিশন বরাবর স্মারকলিপি দেয়া হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যর দিক নির্দেশনায় জাতিসংঘের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা শফিকুর রহমান সাফাত এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্ট্রীট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর মিয়া, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুর রহমানসহ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ও যুক্তরাষ্ট্র ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২৫ মার্চ বাংলাদেশের জন্য একটি কালো অধ্যায়। তাই এই দিনকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণা করার দাবী জানানো হয়।

সর্বশেষ সংবাদ

মানসিক সমস্যায় ভুগছেন এমবাপ্পে!

ছোট থেকে স্বপ্ন দেখতেন, একদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলবেন। স্বপ্ন এখন বাস্তব। কিলিয়ান এমবাপ্পে রিয়ালের হয়ে গত অগাস্ট থেকেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ