সূচকের বড় পতনের মধ্য দিয়ে শেয়ারবাজারে লেনদেন চলছে আজ। বুধবার (৩১ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস বুধবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪২ পয়েন্ট কমে ৫ হাজার ৩৩০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসই শরিয়াহ্ সূচক ৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট কমে যথাক্রমে ১২১২ ও ২০১৬ পয়েন্টে রয়েছে।
এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৯২ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আর লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ১৪৯টির। এছাড়া ৪৯টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো বেক্সিমকো লিমিটেড, রবি, লংকাবাংলা, সামিট পাওয়ার, প্রিমিয়ার ব্যাংক, বেক্সিমকো ফার্মা, রহিমা ফুড, বিডি ফাইন্যান্স, লাফার্জহোলসিম ও বিএটিবিসি।
লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইর সূচক কমে ৩১ পয়েন্ট। এরপর ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ১০ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। সকাল ১০টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট কমে ৫ হাজার ৩৩৮ পয়েন্টে অবস্থান করে।
এ দিকে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৪৫ পয়েন্ট কমে ১৫ হাজার ৫২০ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এই সময়ে ৬টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৪১টি কোম্পানির দর। আর অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানি শেয়ার দর।