spot_img

টিকা নিয়েও করোনা আক্রান্ত চট্টগ্রামের সিভিল সার্জন

অবশ্যই পরুন

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার সকালে সিভিল সার্জন নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি চমেক হাসপাতাল কেন্দ্র থেকে তিনি করোনার টিকা গ্রহণ করেন।

তিনি বলেন, টিকাদান কার্যক্রম শুরুর দিকেই আমি টিকা নিয়েছি। কিন্তু গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলাম। ২৯ মার্চ সোমবার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা শনাক্ত হই। বর্তমানে হোম আইসোলেশনে আছি।

২০২০ সালে চট্টগ্রামে করোনার সংক্রমণ শুরুর সময় থেকে এর চিকিৎসা ব্যবস্থাপনার দায়িত্বে আছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব।

চট্টগ্রাম জেলায় কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা, আইসিইউ সেবা চালুসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা করার দায়িত্ব শুরু থেকে পালন করে আসছিলেন। তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ সংবাদ

সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবসম্মত নয়: গণশিক্ষা উপদেষ্টা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা....

এই বিভাগের অন্যান্য সংবাদ