spot_img

ইরানের হুমকি, নাগরিকদের আমিরাত ভ্রমণে নিরুৎসাহিত করছে ইসরাইল

অবশ্যই পরুন

ইরানি হুমকির শঙ্কার কথা জানিয়ে সংযুক্ত আরব আমিরাত ও আঞ্চলিক অন্য দেশগুলোতে সফরে ইসরাইলের নাগরিকদের না যাওয়ার পরামর্শ দিয়েছে দেশটির ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। সোমবার সংস্থাটির সন্ত্রাসবিরোধী দফতর এক বিবৃতিতে ইসরাইলি নাগরিকদের প্রতি এই আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা ধারণা করছি ইরান নিকট ভবিষ্যতে ইসরাইলি লক্ষ্যের ক্ষতি করতে অভিযান চালু রাখবে।’

সংযুক্ত আরব আমিরাত ছাড়াও বিবৃতিতে ইসরাইলি নাগরিকদের জর্জিয়া, আজারবাইজান, বাহরাইন, ইরাকের কুর্দি অঞ্চল, তুরস্ক, জর্দান ও মিসর সফর এড়ানোর জন্য পরামর্শ দেয়া হয়।

এর আগে গত বছর স্বাভাবিক কূটনীতিক সম্পর্ক স্থাপনের পর ইসরাইলি পর্যটকদের কাছে সংযুক্ত আরব আমিরাত জনপ্রিয় পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে। ওই সময় একই ধরনের ইসরাইলি নাগরিকদের জন্য সতর্কবার্তা দেয়া হলেও বিপুল পর্যটক আমিরাত সফরে যায়।

ইরানকে ইসরাইল নিজেদের জন্য শীর্ষ হুমকি বিবেচনা করে। ফিলিস্তিন ভূখণ্ড দখল করে প্রতিষ্ঠিত ইহুদিবাদী রাষ্ট্রটির নিন্দার সাথে সাথে ইরানের পরমাণু গবেষণা ও সামরিক খাতে উন্নতির পরিপ্রেক্ষিতে দেশটিকে ইসরাইল তাদের প্রধান বিরোধী হিসেবে গণ্য করে আসছে।

সূত্র : এপি

সর্বশেষ সংবাদ

ব্রাজিল সফরকালে ইউক্রেনে শান্তি ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান শি’র

চীনা নেতা শি জিনপিং ইউক্রেন যুদ্ধের অবসান এবং গাজায় যুদ্ধবিরতির দাবি ‘আরো সোচ্চার’ করার আহ্বান জানিয়েছেন। চীনের রাষ্ট্রীয় মিডিয়ার...

এই বিভাগের অন্যান্য সংবাদ