spot_img

অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

অবশেষে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল প্যাশিনিয়ান। সিদ্ধান্ত মোতাবেক আসন্ন এপ্রিল মাসে তিনি সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করবেন।

রোববার (২৮ মার্চ) তিনি এ ঘোষণা দিয়েছেন। এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।

আরমাভির অঞ্চলে সফরকালে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমি এপ্রিলেই পদত্যাগ করবো। তবে ক্ষমতা ছাড়ার উদ্দেশে এ সিদ্ধান্ত নয়। বরং দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য। পদত্যাগ করলেও আগামী ২০ জুন পর্যন্ত সরকার প্রধানের দায়িত্ব পালন করে যাবেন বলে এ সময় জানান তিনি।

এর আগে গত মাসে আর্মেনিয়ান সেনাবাহিনী নিকোল প্যাশিনিয়ানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার আহ্বান জানান। যদিও এ আহ্বানে তখন সাড়া দেননি দেশটির প্রধানমন্ত্রী। উল্টো শীর্ষ কয়েকজন সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেন।

প্রসঙ্গত, গত বছরের শেষ দিকে যুদ্ধে জড়িয়ে পড়ে দুই প্রতিবেশী আর্মেনিয়া ও আজারবাইজান। বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চলকে কেন্দ্র করে এই সংঘাত প্রায় দুই মাস ধরে চলে। এরপর রাশিয়ার মধ্যস্থতায় তারা যুদ্ধবিরতিতে পৌঁছাতে সম্মত হয়।

সর্বশেষ সংবাদ

শেষ মুহূর্তের রোমাঞ্চে ২-১ গোলে জয়ে বাংলাদেশের মালদ্বীপ বধ

ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। শনিবার (১৬ নভেম্বর) কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমে গোল...

এই বিভাগের অন্যান্য সংবাদ