spot_img

পাকিস্তান সিরিজ চললেও আইপিএল খেলবেন ডি ককরা

অবশ্যই পরুন

আন্তর্জাতিক ক্রিকেট আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, চলতি বছর বেশ ব্যস্ত সূচি ক্রিকেট ক্যালেন্ডারে। তবে জনপ্রিয় ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট লিগ আইপিএলের মোহ কাটিয়ে উঠতে পারেন না ক্রিকেটাররা। এজন্য সবারই আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে আইপিএল। ক্রিকেটীয় রোমাঞ্চ ও বাড়তি রোজগারের সুযোগ থেকে নিজ দেশের খেলোয়াড়দের আটকাতে চায় না দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। এজন্য ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ চললেও ডি ককদের আটকাবে না প্রোটিয়া বোর্ড।

আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৪তম আসর। এদিকে প্রায় একই সময়ে ৩টি ওয়ানডের সঙ্গে ৪টি টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। পঞ্চাশ ওভারের ফরম্যাট দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। আগামী ২ এপ্রিল মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। তবে এ সময় সিরিজ চললেও দ্বিতীয় ওয়ানডের পর আইপিএল খেলতে যাবেন এ টুর্নামেন্টে সুযোগ পাওয়া ক্রিকেটাররা।

দ্বিতীয় ওয়ানডেটি মাঠে গড়াবে আগামী ৪ এপ্রিল। এরপরেই আইপিএলের জন্য উন্মুক্ত তারা। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে লিখেছে, কিছু ক্রিকেটার যেন দলের প্রথম ম্যাচ খেলতে পারেন এজন্য আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো চার্টার্ড ফ্লাইটে ক্রিকেটারদের ভারতে উড়িয়ে আনার কথা ভাবছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের গাইডলাইন অনুযায়ী, ভাড়া করা বিমানে আসলে জৈব-সুরক্ষা বলয়ে থাকা দলের সঙ্গে যোগ দেওয়ার আগে বাধ্যতামূলক সাত দিনের আইসোলেশনে থাকতে হবে না।

আইপিএলের আসন্ন মৌসুমে প্রোটিয়া পেসার আনরিক নরকিয়া ও রাবাদা খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। ডি কককে ধরে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স। রাজস্থান রয়্যালসের খেলবেন ডেভিড মিলার। আগের মতোই চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাবেন লুঙ্গি এনগিডি।

সর্বশেষ সংবাদ

আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে শিবিরের ৭ নেতাকর্মীর অভিযোগ

গুম, পঙ্গু করে দেয়া ও হত্যাচেষ্টার অভিযোগে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন ইসলামী ছাত্রশিবিরের ৭ জন নেতাকর্মী। রোববার...

এই বিভাগের অন্যান্য সংবাদ