spot_img

ভারতে গত ৫ মাসের মধ্যে করোনায় সর্বোচ্চ শনাক্ত

অবশ্যই পরুন

ভারতে বিগত ২৪ ঘণ্টায় নতুন করে ৬২ হাজার ২৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত বছরের ১৬ অক্টোবরের পর এটাই এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এনিয়ে দেশটিতে মোট করোনা রোগীর পরিমাণ এক কোটি ১৯ লাখ ছাড়িয়ে গেছে। এদিকে, গত ২৪ ঘন্টায় নতুন করে ২৯১ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ২৪০ জন।

গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়। তবে মহামারি শুরুর পর যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় সর্বোচ্চ আক্রান্তের দেশ এখন ভারত। নতুন করে সংক্রমণ বাড়তে থাকা মহারাষ্ট্র দেশটির সবচেয়ে বিপর্যস্ত রাজ্য।

সংক্রমণ ঠেকাতে রোববার থেকে রাতে কারফিউ আরোপ করেছে মহারাষ্ট্র। মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরের কার্যালয় জানায়, মহামারি শুরুর পর থেকে নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আদেশে বলা হয়, রাজ্যের শপিংমলগুলো সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে। রাজ্যটিতে নতুন করে মোট ৩৭ হাজার রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সাড়ে পাঁচ হাজার শনাক্ত হয়েছে কেবল মুম্বাই শহরে।

মহারাষ্ট্রের পর সবচেয়ে বেশি করোনা বিপর্যস্ত রাজ্যগুলো হলো কেরালা, কর্নাটক, অন্ধ্র প্রদেশ ও তামিল নাড়ু। কেরালায় নতুন করে এক হাজার ৮২৫ জন শনাক্ত আর প্রতিবেশি কর্নাটকে এর পরিমাণ দুই হাজার ৫৬৬। বিগত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রের পর সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ছত্তিশগড়ে। রাজ্যটিতে নতুন শনাক্ত হয়েছে দুই হাজার ৬৬৫ জন।

এই বছরের জানুয়ারিতে টিকাদান শুরুর পর ভারতে এখন পর্যন্ত পাঁচ কোটি ৮১ লাখ মানুষকে টিকা দেয়া হয়। গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছে ২৬ লাখ পাঁচ হাজার মানুষ। স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন শুক্রবার বলেন, খুব শিগগিরই টিকা প্রদান কার্যক্রমের বিস্তার ঘটাবে ভারত। কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। এই দুটি টিকাই ভারতের নাগরিকদের দেয়া হবে। সূত্র: এনডিটিভি

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ