spot_img

এক বছরে ইউরোপগামী ২ হাজার অভিবাসীর মৃত্যু

অবশ্যই পরুন

জাতিসঙ্ঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, ২০২০ সালে ইউরোপে যেতে সমুদ্র পাড়ি দিতে গিয়ে দুই হাজারের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার সময় পানিতে ডুবে মোট দুই হাজার দুই শ’ ৭৬ জন অভিবাসীর মৃত্যু হয়।

এতে বলা হয়, ২০১৯ সালে এই মৃত্যুর সংখ্যা ছিলো দুই হাজার ৯৫ জন এবং ২০১৮ সালে সংখ্যা ছিলো দুই হাজার তিন শ’ ৪৪ জন।

প্রতিবেদনে আরো বলা হয়, মোট ৮৬ হাজার চার শ’ ৪৮ জন অভিবাসী ইউরোপে প্রবেশ করতে সক্ষম হন। অন্যদিকে সমুদ্রপথে আরো ৫২ হাজার ৩৭ জন অভিবাসীকে ইউরোপে প্রবেশে বাধা দেয়া হয়।

গত বছর লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগরের পথে ইউরোপ পাড়ি দিতে গিয়ে নয় শ’ ৮৪ জনের মৃত্যু হয়। অন্যদিকে ক্যানারি দ্বীপ থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে গিয়ে অন্তত আট শ’ ৪৯ জনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

সূত্র : ডেইলি সাবাহ

সর্বশেষ সংবাদ

মানসিক সমস্যায় ভুগছেন এমবাপ্পে!

ছোট থেকে স্বপ্ন দেখতেন, একদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলবেন। স্বপ্ন এখন বাস্তব। কিলিয়ান এমবাপ্পে রিয়ালের হয়ে গত অগাস্ট থেকেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ