জাতিসঙ্ঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, ২০২০ সালে ইউরোপে যেতে সমুদ্র পাড়ি দিতে গিয়ে দুই হাজারের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার সময় পানিতে ডুবে মোট দুই হাজার দুই শ’ ৭৬ জন অভিবাসীর মৃত্যু হয়।
এতে বলা হয়, ২০১৯ সালে এই মৃত্যুর সংখ্যা ছিলো দুই হাজার ৯৫ জন এবং ২০১৮ সালে সংখ্যা ছিলো দুই হাজার তিন শ’ ৪৪ জন।
প্রতিবেদনে আরো বলা হয়, মোট ৮৬ হাজার চার শ’ ৪৮ জন অভিবাসী ইউরোপে প্রবেশ করতে সক্ষম হন। অন্যদিকে সমুদ্রপথে আরো ৫২ হাজার ৩৭ জন অভিবাসীকে ইউরোপে প্রবেশে বাধা দেয়া হয়।
গত বছর লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগরের পথে ইউরোপ পাড়ি দিতে গিয়ে নয় শ’ ৮৪ জনের মৃত্যু হয়। অন্যদিকে ক্যানারি দ্বীপ থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে গিয়ে অন্তত আট শ’ ৪৯ জনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
সূত্র : ডেইলি সাবাহ