রাজশাহীর কাটাখালীতে বাস-মাইক্রোবাস-লেগুনার ত্রিমুখী সংঘর্ষে অগ্নিকাণ্ডে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (২৬ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কাটাখালী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রাজশাহী থেকে হানিফ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ঢাকার দিক থেকে রাজশাহীর দিকে আসছিল। অন্য একটি যাত্রীবাহী লেগুনা রাজশাহী থেকে বানেশ্বরের দিকে যাচ্ছিল। বাস, মাইক্রোবাস ও লেগুনাটি কাটাখালীর কাপাশিয়া এলাকায় পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিমুখী সংঘর্ষ হয়।
এতে সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাসের ভেতরেই আগুনে পুড়ে ১১ জন নিহত হন। এছাড়াও আরও কয়েকজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও ছয়জন মারা যান। সবমিলে ১৭ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, তিন গাড়ির সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এনিয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।