বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। আজ শুক্রবার এক টুইট বার্তায় সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
টুইটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশকে শুভেচ্ছা। অংশীদার হিসেবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, জলবায়ু পরিবর্তন মোকাবিলার মাধ্যমে আরও উন্নত নিরাপত্তা এবং সমৃদ্ধ ভবিষ্যত তথা পরবর্তী ৫০ বছর একসঙ্গে কাজ করতে চাই। এই বিশেষ দিনে, আমরাও বাংলাদেশিদের সঙ্গে সুবর্ণজয়ন্তীতে সামিল হয়েছি।
বাংলাদেশ উদযাপন করছে স্বাধীনতার ৫০ বছর পূর্তি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উৎসবে যুক্ত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীও। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এরমধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রমুখ।
এ ছাড়া সরাসরি ঢাকা সফর করে বাংলাদেশের এ আনন্দের সঙ্গী হয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী ড. লোটে শেরিং, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি।
আর এ আয়োজনের সঙ্গী হতে আজ ঢাকা এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি। নরেন্দ্র মোদির এটা দ্বিতীয় ঢাকা সফর। শুক্রবার সকাল সাড়ে ১০টায় তাকে বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ভারতীয় সময় সকাল পৌনে ৮টায় তাকে বহনকারী বিমানটি ঢাকার পথে উড্ডয়ন করে।