সিনে দুনিয়ায় তুমুল জনপ্রিয় সিনে ফ্র্যাঞ্চাইজি গডজিলা ও কিং কং । এই সিরিজের সিনেমাগুলোর সঙ্গে মিশে আছে কোটি কোটি দর্শকের আবেগ, অনুভূতি। সুতরাং গডজিলা ও কং যখন একসঙ্গে পর্দায় হাজির হচ্ছে, তখন সেই সিনেমা নিয়ে সবার আগ্রহ তুঙ্গেই থাকবে, স্বাভাবিক।
বলছি ‘গডজিলা ভার্সেস কং’ সিনেমার কথা। ট্রেলারেই বিশ্বজুড়ে ঝড় তোলা এই সিনেমা মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একইদিনে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে এই সিনেমা। মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় প্রদর্শিত হবে সিনেমাটি।
২০২০ সালের ২৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিলে ‘গডজিলা ভার্সেস কং’-এর। কিন্তু করোনাকালীন পরিস্থিতির জন্য পরিকল্পনা বাতিল করতে হয় প্রযোজনা সংস্থাকে। তবে এবার দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে।
অ্যাডাম উইংগার্ড পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন আলেকজান্ডার স্কার্সগার্ড, মিলি ববি ব্রাউন, রেবেকা হল, ব্রায়ান হেনরিসহ আরও অনেকে। গডজিলা ফ্র্যাঞ্চাইজির এই সিনেমাকে ঘিরে উন্মাদনার পারদ একেবারে তুঙ্গে। টিজার থেকে ট্রেলার, প্রকাশ্যে আসতেই হিট দর্শকমহলে।
আলেক্সান্ডার স্কার্সগার্ড ও মিলি ববি ব্রাউন অভিনীত এ সিনেমায় বিরাটকায় গডজিলা ও কিং কংয়ের ভয়াবহ যুদ্ধ হবে। তবে কেন সে যুদ্ধ সেটা স্পষ্ট করা হয়নি ট্রেলারে। এ নিয়ে প্রশ্ন তুলছেন ভক্তরা। সিনেমাটি ঘিরে ধারণা করা হচ্ছে, একটি মানবশিশুর সঙ্গে সখ্যতা গড়ে ওঠার পর তাকে বাঁচাতেই মরিয়া হয়ে উঠবে কং। বিরাটকায় গডজিলা পৃথিবী ধ্বংস করতে চায়। তার অপরিমিত শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মানুষ ও মানুষের বন্ধু কং। তবে বড় প্রশ্ন থেকে যাচ্ছে, তারা কি সফল হবে?