spot_img

করোনার কারণে পেছাচ্ছে বলিউডের সিনেমা ‘বান্টি ওর বাবলি ২’

অবশ্যই পরুন

করোনার কারণে ভারতে আবারও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যার প্রভাব পড়েছে বলিউডেও। তারকাদের অনেকে এখন কোভিড পজিটিভ। এমন অবস্থায় শুটিংও বন্ধ হয়ে গেছে।

শুধু শুটিং নয়, করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে আপাতত অনেক সিনেমা মুক্তির দিন পিছিয়ে দেওয়া হচ্ছে। সম্প্রতি এমন ঘোষণা দিল যশ রাজ ফিল্মস। গত বছর করোনার কারণে তাদের বেশ কয়েকটি সিনেমা আটকে ছিল। যেগুলো এ বছর মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে এরইমধ্যে।

আগামী ২৩ এপ্রিল মুক্তির কথা ছিল ‘বান্টি ওর বাবলি ২’-এর। কিন্তু প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এই সময়ে প্রচারণায় যাওয়া সম্ভব নয়। তাই এখন নতুন সিনেমা মুক্তি নিয়ে তারা ভাবছে না।

‘বান্টি ওর বাবলি ২’ পরিচালনা করেছেন বরুণ শর্মা। এতে আবারও অভিনয় করেছেন রানী মুখার্জি। এছাড়া এবারের সিক্যুয়েলে রয়েছেন সাইফ আলী খান, সিদ্ধান্ত চতুর্বেদী ও শারভারি ওয়াগ।

উল্লেখ্য, ২০০৫ সালে শাদ আলির পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘বান্টি ওর বাবলি’। এতে অভিনয় করেছিলেন রানী মুখার্জি, অভিষেক বচ্চন ও অমিতাভ বচ্চন। সেই সময় সিনেমাটি বক্স অফিসে ব্যাপক হিট করে। তাই ‘বান্টি ওর বাবলি ২’ নিয়ে অনেকদিন ধরেই প্রত্যাশা রয়েছে দর্শকদের।

সর্বশেষ সংবাদ

রাশিয়ায় হিটলারের নাৎসি বাহিনীর বিরুদ্ধে জয় উদযাপন

১৯৪৫ সালের ৯ মে তারিখের সকাল রাশিয়ায় হিটলারের নাৎসি বাহিনীর পরাজয়ের দিন হিসেবে স্মরণীয়। রোববার নাৎসিদের হারানোর ৭৬ বছর...

এই বিভাগের অন্যান্য সংবাদ