ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটারকে আরও ছয় বছর ৮ মাস নিষিদ্ধ করা হয়েছে। সেই সাথে ১০ লাখ সুইস ফ্রাঁ জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার এথিকস কমিটি।
এথিকস কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, সাবেক মহাসচিব জেরোমে ভালকে, সাবেক ভাইস প্রেসিডেন্ট হুলিও গ্রোনদোনা ও সাবেক অর্থ পরিচালক মার্কাস ক্যাটনারের বিরুদ্ধেও নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ তদন্ত করা হয়েছে। সেই তদন্তে থেকে জানা যায়, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ও ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে বড় অঙ্কের অর্থ বোনাস প্রদান করা হয়।
তদন্ত শেষে সাবেক সভাপতি সেপ ব্লাটারকে আরও ছয় বছর ৮ মাস নিষিদ্ধ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা। ব্লাটারের বর্তমান নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে চলতি বছরের অক্টোবরে। আর তখন থেকেই এই শাস্তি কার্যকর করা হবে।
গেলো ডিসেম্বর ৮৫ বছর বয়সী ব্লাটারের হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছিলো। ১৯৯৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত ফিফা সভাপতির দায়িত্ব পালন করেন সেপ ব্লাটার।
দুর্নীতির অভিযোগে ফিফা কর্মকর্তাদের বিরুদ্ধে বেশকটি তদন্তের পর ৮ বছর নিষিদ্ধ করা হয় ব্লাটারকে। অবশ্য পরে তা কমিয়ে করা হয় ৬ বছর।