spot_img

‘বঙ্গবন্ধুর কারণেই মাথা উঁচু করে চলছে বাংলাদেশ’

অবশ্যই পরুন

বাংলাদেশিদের জন্য একটি বহুমাত্রিক সংস্কৃতি সমৃদ্ধ দেশ দিয়ে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার কারণেই বিশ্বে মাথা উঁচু করে চলতে পারছে বাংলাদেশ। এমন কথা জানিয়েছেন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত মুজিব চিরন্তন অনুষ্ঠানমালার অষ্টম দিনের আয়োজনে দেয়া ভিডিও বার্তায় এসব বলেন তিনি।

পোপ বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে প্রতিটি মানুষ সম্মানের সাথে নিজের ধর্ম পালন করতে পারছে। আশা করি এটা অব্যাহত থাকবে। শরণার্থী এবং মানবাধিকার রক্ষায় বাংলাদেশ কাজ করে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

পোপ ফ্রান্সিস আরো বলেন, ‘বিগত বছরগুলোতে প্রতিটি খাতে বাংলাদেশের অর্জন প্রশংসনীয়। বাংলাদেশের জন্য মন থেকে আমার দোয়া রইল যেন উত্তোরত্তর সাফল্য অর্জন করে’।

সর্বশেষ সংবাদ

হাফপ্যান্ট পরে কনসার্ট করায় গায়িকাকে আক্রমণ

ভারতীয় গায়িকা সুনিধি চৌহান। বলিউডের বহু ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। ‘মস্ত’ ছবির ‘রুকি রুকি সি জিন্দেগি’ গানের পরই জনপ্রিয়তা...

এই বিভাগের অন্যান্য সংবাদ