মধ্য আফ্রিকার দেশ কঙ্গো রিপাবলিকের প্রেসিডেন্ট ডেনিস সাসৌ এনগুয়েসো ৮৮% ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। বার্তাসংস্থা রয়টার্স মঙ্গলবার (২৩ মার্চ) এ তথ্য জানিয়েছে।
দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট সত্ত্বেও ভোটের এ সরকারি ফলাফলের প্রেক্ষিতে ডেনিস সাসৌ এনগুয়েসোর ৩৬ বছরের শাসনের মেয়াদ আবারো বাড়লো।
এনগুয়েসোর নিকটতম প্রার্থী গাই ব্রাইস পারফাইট কোলেস (৬১) ভোট শুরুর কয়েকঘন্টা পরেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি আট শতাংশ ভোট পেয়েছেন এ নির্বাচনে।
দেশটির নির্বাচনের প্রাক্কালে করোনা আক্রান্ত কোলেসকে হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সোমবার (২২ মার্চ) তাকে ফ্রান্সে নেওয়ার প্রস্তুতি চলছিল।
কূটনৈতিক ও রাজনৈতিক গবেষকরা আগেই ধারণা করছিলেন যে ৭৭ বছর বয়সী সাসৌ খুব সহজেই নির্বাচনে জয় লাভ করবেন।