spot_img

লালমনিরহাটে কুড়ালের আঘাতে ছোট ভাই এর মৃত্যু

অবশ্যই পরুন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বারাজান গ্রা‌মে বড় ভাই সোলেমান মিয়ার (৪৫) দেশিয় অ‌স্ত্রের আঘাতে ছোট ভাই আক্কাস আলীর (৪২) মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আক্কাস আলীর ছেলেসহ আরও দুইজন।

মঙ্গলবার (২৩ মার্চ) রাত ৯ দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আ‌গে সন্ধ্যায় উপজেলার চলবলা ইউনিয়নের কিসমত দুহুলী গ্রামে পা‌রিবা‌রিক দ্বন্দ্বের জে‌রে এ ঘটনা ঘটে।

সোলেমান মিয়া ও নিহত আক্কাস আলী ওই গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে জমি নিয়ে কথাকাটি হলে দুই ভাইয়ের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় স্থানীয়রা তাদের সরিয়ে দিলেও সন্ধ্যায় পুনরায় তারা বাদানুবাদে জড়ায়। এক পর্যায়ে বড়ভাই সোলেমান মিয়া কুড়াল দিয়ে আক্কাস আলীর মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত আক্কাস আলীকে প্রথমে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় তার মৃত্যু হয়।

এঘটনায় আহত মৃত আক্কাস আলী ছেলে ও এক প্রতিবেশী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

বিষয়‌টির সত্যতা নি‌শ্চিত ক‌রে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন ব‌লেন, বা‌দি পক্ষ থে‌কে মামলার প্রস্তু‌তি চল‌ছে। মামলা হলে দ্রুত জড়িতদের আই‌নের আওতায় আনা হ‌বে।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ