তাইওয়ানের প্রধানমন্ত্রী সু সেং চ্যাং অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা নিয়েছেন। সোমবার (২২ মার্চ) টিকাদান কর্মসূচির শুরুর দিকে প্রধানমন্ত্রী টিকা নেন। অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা নিরাপদ প্রমাণ করতেই শুরুর দিকে টিকা নিলেন প্রধানমন্ত্রী।
এক ডজনের বেশি ইউরোপীয় দেশ গত সপ্তাহে অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকার প্রয়োগ বন্ধ ঘোষণা করেছিল। অভিযোগ ছিল, এই টিকার ব্যবহারে মানুষের দেহের রক্ত জমাট বেঁধে যাচ্ছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপীয় পরিচালক গত বৃহস্পতিবার জানান, এই টিকা নিরাপদ ও কার্যকর। এরপর গত শুক্রবার থেকে এ টিকার প্রয়োগ পুনরায় শুরু হয়।
সোমবার টিকা নেয়ার পর তাইওয়ানের প্রধানমন্ত্রী সু সেং চ্যাং বলেন, আমি সদ্যই টিকা নিয়েছি। কোনও ব্যথা নেই এবং শরীরেও কোনো অস্বস্তি নেই।
রাজধানী তাইপের ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি হাসপাতালে টিকা নেন প্রধানমন্ত্রী সু সেং চ্যাং। তিনি বলেন, চিকিৎসক আমাকে বলেছেন, বিশুদ্ধ পানি বেশি করে পান করতে এবং বিশ্রাম নিতে। প্রথম নির্দেশনা মানব আমি। তবে দ্বিতীয়টি মেনে চলা একটু কঠিন। তবে আমি যতটা বেশি সম্ভব বিশ্রাম নেয়ার চেষ্টা করব।
দেশটিতে প্রথম পর্যায়ে ৬০ হাজার মানুষ করোনার টিকা নেবেন। তাইওয়ানের নিউ তাইপে শহরে প্রথম করোনার টিকা নিয়েছেন একজন স্বাস্থ্যকর্মী। সূত্র: রয়টার্স