spot_img

যুক্তরাষ্ট্রের সঙ্গে সহিংসতা হ্রাসের পরিকল্পনায় তালিবান

অবশ্যই পরুন

আফগানিস্তানের সশস্ত্র সংগঠন তালিবান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তিনমাসের সহিংসতা হ্রাস পরিকল্পনা উপস্থাপন করেছে। তবে সহিংসতা হ্রাস মানে যুদ্ধবিরতি নয় বলে স্পষ্ট করেছে তালিবান। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বর্তমানে অঘোষিত সফরে আফগানিস্তানে অবস্থান করছেন। তার আফগানিস্তানে অবস্থান করার মধ্যে তালিবানের কাছ থেকে এমন খবর এলো।

তালিবানের মুখপাত্র মোহাম্মদ নাইম আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম তোলো নিউজকে জানিয়েছেন, গত ডিসেম্বরে তারা এই পরিকল্পনা করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চুক্তি হয়নি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির কাছে পাঠানো চিঠিতে এই পরিকল্পনার কথা উল্লেখ করেছিলেন।

সোমবার (২২ মার্চ) তালিবানের এই মুখপাত্র বলেন, আমরা গত ডিসেম্বরে পরিকল্পনার খসড়া করেছিলাম। যেখানে সকল ধরনের অভিযান হ্রাস করার বিষয় ছিল। কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত কোনো চুক্তি হয়নি।

এ প্রসঙ্গে ইউনিভার্সিটি লেকচারার ফাইজুল্লাহ জালান্ড বলেন, সকল শর্ত আগামী ৯০ দিনে প্রয়োগ করা হবে। এর মধ্যে সহিংসতা হ্রাস থাকবে এবং জেলাসমূহে বড় ধরনের আক্রমণ বন্ধ থাকবে।

আফগানিস্তানে অবস্থান করা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, আফগানিস্তানে ব্যাপক সহিংসতা অব্যাহত রয়েছে। আমরা দেখতে চাই সহিংসতা বন্ধ হয়েছে। সহিংসতা কমলে কূটনৈতিক প্রচেষ্টা ফলপ্রসূ হবে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের এবিসি নিউজকে দেওয়া সাক্ষাতকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আফগানিস্তান থেকে মে মাসে সৈন্য প্রত্যাহার করা কঠিন হবে। তবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তালিবান নেতাদের সঙ্গে করা চুক্তি সম্প্রসারিত হলেও খুব বেশি দীর্ঘ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি আফগানিস্তানে দুই দশকের যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্র তালিবানের সঙ্গে এক শান্তি চুক্তি করে। চুক্তি অনুসারে, চলতি বছরের মে মাসের মধ্যে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে অবস্থান করা সব বিদেশি সৈন্য প্রত্যাহার করবে। অন্য দিকে তালিবান আফগানিস্তানের মাটি যুক্তরাষ্ট্রে হামলার জন্য ব্যবহৃত হতে দিবে না এবং সহিংসতা কমিয়ে আনবে। কিন্তু তালিবান চুক্তি অনুসারে এখনো সহিংসতা কমিয়ে আনেনি।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ