spot_img

হঠাৎ করেই গভর্নরকে বরখাস্ত করলেন এরদোয়ান

অবশ্যই পরুন

বরখাস্ত হয়েছেন তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নাসি আগবাল। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবার (২০ মার্চ) দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান হঠাৎ করেই তাকে বরখাস্ত করেন। এই নিয়ে গত দুই বছরে তিনজন গভর্নর বিদায় নিলেন।

গত বছরের নভেম্বরে দায়িত্ব পান নাসি আগবাল। ১৫ শতাংশের ওপরে থাকা মূল্যস্ফীতির হার কমিয়ে আনতে সুদের হার বাড়িয়ে দেওয়ার পদক্ষেপ নেন তিনি। তার এসব পদক্ষেপের জন্য ২০২১ সালে সেরা উদীয়মান-বাজার মুদ্রা হিসেবে ধরা হচ্ছিল লিরারে।

গত সপ্তাহে আগবাল সুদের হার ২ শতাংশ বৃদ্ধি করার পর তুর্কি মুদ্রার দর বাড়ে। এমনকি অর্থনীতিবিদেরা যা আশা করেছিলেন তার দ্বিগুণ। বিনিয়োগকারীরা তুরস্কের তীব্র মুদ্রাস্ফীতির হারকে নিয়ন্ত্রণ করার জন্য কঠোর আর্থিক নীতিমালার আহ্বান করে আসছিলেন। তবে এখন সিদ্ধান্তে হতাশ তারা।

নতুন দায়িত্ব পেয়েছেন সাহাপ কাভিসিওগ্লু। তিনি নাসি আগবালের মতো এত দক্ষতার সঙ্গে মুদ্রার দর ধরে রাখতে পারবেন কি না, তা নিয়ে বিশ্লেষকদের যথেষ্ট সন্দেহ আছে।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ