spot_img

আফগান প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন মন্ত্রীর সাক্ষাৎ

অবশ্যই পরুন

আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ ঘানি ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন তালেবানদের সাথে শান্তি আলোচনার বিষয়ে মতবিনিময় করেছেন। খবর- সিনহুয়া।

প্রেসিডেন্টের কার্যালয় রোববার (২১ মার্চ) এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। তাতে আরও বলা হয়েছে, উভয়পক্ষ আফগানিস্তানে অব্যাহত সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির মৌলিক সমাধান ও স্থায়ী শান্তি অর্জনের প্রতি গুরুত্বারোপ করেছেন।

বিবৃতিতে রোববার সকালে আফগানিস্তানের রাজধানী কাবুলে আগত অস্টিনের বক্তব্য উদ্ধৃত করে বলা হয় যে, মার্কিন যুক্তরাষ্ট্র শান্তি ও স্থিতিশীলতা অর্জনে আফগানিস্তানের সাথে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

বিবৃতি অনুসারে, ঘানি বৈঠককালে বলেন, শান্তি প্রক্রিয়ার জন্য আফগানিস্তানের অভ্যন্তরে সকল স্তরে ঐকমত্য রয়েছে এবং আফগান সরকার ঐকমত্য ও শান্তি প্রতিষ্ঠার জন্য যে সকল সুযোগ সুবিধা অর্জিত হয়েছে সেগুলিকে পুরোপুরি কাজে লাগাবে।

সর্বশেষ সংবাদ

মানসিক সমস্যায় ভুগছেন এমবাপ্পে!

ছোট থেকে স্বপ্ন দেখতেন, একদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলবেন। স্বপ্ন এখন বাস্তব। কিলিয়ান এমবাপ্পে রিয়ালের হয়ে গত অগাস্ট থেকেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ