spot_img

বিসিবি’র প্রেসিডেন্ট হতে চান সাকিব

অবশ্যই পরুন

রোববার ফেসবুক লাইভে সাকিব বলেন, ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হতে চান তিনি। সঙ্গে জানান, তিনি সভাপতি হলে হবেন বিসিবির ইতিহাসের সেরা সভাপতি!

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নিঃসন্দেহে সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। ২০০৬ সালে অভিষেকের পর থেকে ১৫ বছর ধরে ব্যাটে-বলে পারফর্ম করেছেন হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। অধিনায়কত্বও করেছেন বেশ কয়েকটি মেয়াদে।

তবে সাকিবের ইচ্ছা আছে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে অবসরের পরও সংযুক্ত থাকার। রোববার এক ই কমার্স সাইটের ফেসবুক লাইভে সাকিব বলেন, ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হতে চান তিনি। সভাপতি হলে হবেন বিসিবির ইতিহাসের সেরা সভাপতি!

‘যদি বিসিবির কোন পদে যেতে পারি আমার কাছে মনে হয় আমি যত ভালো কাজ করব এটা বাংলাদেশে আর কেউ করতে পারবে না। আমি জানি যে আমিই হব ‘বিসিবির ইতিহাসের সেরা প্রেসিডেন্ট’ এবং এটা আমি খুব ভালো ভাবেই বিশ্বাস করি যে আমার পক্ষে সেটা সম্ভব।’

‘অবশ্যই অবসরের পর যদি আমি ক্রিকেটে থাকি এবং বিসিবির কখনো সভাপতি হবার সুযোগ আসে অবশ্যই আমি সেটা হতেও চাইব’, যোগ করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

সর্বশেষ সংবাদ

পদত্যাগ করলেন মেসিদের আর্জেন্টাইন কোচ

কেবল আন্তর্জাতিক ব্যস্ততা শেষ করেছেন লিওনেল মেসি। ফিফার নভেম্বর উইন্ডোতে দুই ম্যাচ খেলে একটিতে জয় ও একটিতে পরাজয়ের স্বাদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ