জোড়া গোল করলেন করিম বেনজেমা। সতীর্থের গোলেও রাখলেন অবদান। ফরাসি তারকার আলো ছড়ানো দিনে লা লিগায় সেল্তা ভিগোকে হারাল রিয়াল মাদ্রিদ। পয়েন্টের ব্যবধান কমালো শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে।
শনিবার সেল্তাকে ৩-১ গোলে হারায় রিয়াল।
২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে এখন টেবিলের দ্বিতীয় স্থানে জিনেদিন জিদানের দল। এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো। আর ৫৯ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে তৃতীয় স্থানে। আতলেতিকো ও বার্সার সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সেভিয়া।
এদিন ম্যাচের ২০ ও ৩০ মিনিটে গোল করে রিয়ালকে ২-০ তে এগিয়ে দেন বেনজেমা। সব প্রতিযোগিতা মিলে টানা ৬ ম্যাচে গোল করলেন, যা ২০১৬ সালের পর প্রথম।
পরে একেবারে অন্তিম সময়ে মার্কো আসেনসিয়োর গোলে অবদান রাখেন বেনজেমা।
সেল্তা বিরতির আগেই একটি গোল পরিশোধ করেছিল। ম্যাচের ৪০ মিনিটে গোলটি করেন দলের সান্তি মিনা।
লিগে এ নিয়ে টানা আট ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ অপরাজিত রইল রিয়াল মাদ্রিদ। যার মধ্যে আটটিতেই জয় ও দুটিতে ড্র।