spot_img

ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপন করবে না সৌদি আরব : জুবায়ের

অবশ্যই পরুন

সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, দেশটি নিজের অবস্থানের কথা বিবেচনা করে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে না। শুক্রবার সৌদি দৈনিক আরব নিউজে প্রকাশিত এক সাক্ষাতকারে এই কথা জানান তিনি।

আদেল আল-জুবায়ের বলেন, ফিলিস্তিন প্রশ্নে সৌদি আরবের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি এবং আরব শান্তি প্রক্রিয়া দেশটি এখনো সমর্থন করছে, যার ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা রয়েছে।

আদেল আল-জুবায়ের বলেন, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো প্রতিবেশী মিত্রদের ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করলেও এই পদক্ষেপ নিচ্ছে না সৌদি আরব।

সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোর ইসরাইলের সাথে কূটনীতিক সম্পর্ক স্থাপনের বিষয়কে দেশগুলোর ‘সার্বভৌম সিদ্ধান্ত’ হিসেবে বর্ণনা করেন। এই দেশগুলো যদি কখনো ফিলিস্তিনিদের বিষয়ে ইসরাইলের নীতি পরিবর্তন করতে পারে, তবে ‘এতে কোনো ফায়দা থাকতে পারে।’

তিনি বলেন, ‘আমরা চাই আরব শান্তি প্রক্রিয়ার মাধ্যমে দুই রাষ্ট্র সমাধান এবং এর সংশ্লিষ্ট জাতিসঙ্ঘ প্রস্তাব পাস যাতে আমরা একটি ফিলিস্তিনি রাষ্ট্র পেতে পারি যাতে করে শান্তি ও নিরাপত্তার সাথে বাস করতে পারি।’

গত বছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরাইলের সাথে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন কূটনীতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে চুক্তি স্বাক্ষর করে। ‘ইবরাহীমি চুক্তি’ নামে পরিচিত ওই চুক্তিতে পরে সুদান ও মরক্কো যোগ দেয়।

সূত্র : মিডল ইস্ট আই

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ