আবুধাবিতে জিম্বাবুয়ের কাছে প্রথম টেস্টে হারটাই তাতিয়ে দিয়েছে আফগানিস্তানকে। সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে সেই যে শুরু করেছে, একটার পর একটা ম্যাচে জিম্বাবুয়েকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে আফগানরা।
তাদের তেতে ওঠায় সর্বনাশ হয়েছে জিম্বাবুয়ের। শেষ ম্যাচে ৪৭ রানে জিতে টি-২০ সিরিজে ৩-০তে জিম্বাবুয়েকে করেছে আফগানিস্তান হোয়াইট ওয়াশ।
৫০তম ম্যাচে ৩ উইকেটে সাকিবকে টপকে ৯৫ শিকারে রশিদ খানের লক্ষ্যটা ছিল শেষ ম্যাচে ধারাবাহিকতা। আফ্রিদিকে ছুঁয়ে ফেলতে দরকার ছিল এই বিস্ময় লেগ স্পিনারের ৩ উইকেট। তবে বেড়েছে তার অপেক্ষা। সিরিজের শেষ ম্যাচ উইকেটহীন কেটেছে এই লেগ স্পিনারের।
সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বড় জয়ের নায়ক নজিবুল্লাহ জাদরানভ তার ৩৫ বলে ৫ চার,৫ ছক্কায় ৭২ রানের হার না মানা ইনিংসে ভর করে আবুধাবিতে ১৮৩/৭ স্কোর পুঁজি পেয়েছে আফগানিস্তান। ৫ম উইকেট জুটির ২৮ বলে ৫৯ রান এই বড় স্কোরে সহায়ক হয়েছে।
ব্যাটিং পাওয়ার প্লেতে দু’দলের স্কোর ছিল কাছাকাছি (আফগানিস্তান ৪৩/১, জিম্বাবুয়ে ৪০/২)। তবে স্লগের ৩০ বলে আফগানিস্তান যোগ করেছে ৭৮। যেখানে জয়ের জন্য শেষ ৩০ বলে ৯৯ রানের টার্গেট দূরুহ হয়েছে জিম্বাবুয়ের। ৫ম উইকেট জুটিতে সিকান্দার রাজা-রায়ান বার্ল ৫৭ বলে ৮০ রান যোগ করলেও তা কোন কাজে আসেনি। সিকান্দার রাজা ২৯ বলে ৪১, রায়ান বার্ল ৩১ বলে ৩৯ করেছেন।