spot_img

ওরা টাকা দিলে নিবেন, ভোট দিবেন না : মমতা

অবশ্যই পরুন

পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে জিততে ভোট কেনার জন্য বিজেপি বিপুল অর্থ ঢালতে পারে। কাউকে সেই অর্থ দিলে তা নিজের মনে করে নিতে পরামর্শ দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার (২০ মার্চ) পূর্ব মেদিনীপুরের হলদিয়া জনসভায় এ কথা বলেছেন তিনি।

মমতা বলেন, ওরা (বিজেপি) ভোটের আগে অর্থ দেবে। ভোট কিনতে চাইবে। মনে রাখবেন, সেই অর্থ আপনার। আপনারই দেওয়া ট্যাক্সের অর্থ।

তিনি বলেন, এমনিতে অর্থের বিনিময়ে ভোট দেওয়া অপরাধ। তবে ওরা যে অর্থ দেবে, সেটা তো আপনাদেরই। তাই সেটা নিয়ে নেবেন, তারপর ভোট দেবেন তৃণমূলকে।

বিরোধী শিবিরের সমালোচনা করে তৃণমূল সুপ্রিমো বলেন, মনে রাখবেন, রাজ্যে শান্তি বজায় রাখতে হলে বিজেপি’কে একটা ভোটও দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গে কোনো বহিরাগত থাকবে না। ওরা মানুষকে চমকায়, ধমকায়, জমি লুট করে। ওরা মিথ্যা কথা বলে।

এসময় ভারতীয় প্রধানমন্ত্রীকে আক্রমণ করে মমতা বলেন, মোদিকে বলুন, ১৫ লাখ (রুপি) কোথায় গেল? এক লাখও তো দেয়নি। শুধু মিথ্যা কথা বলে, কুৎসা করে।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার তৃণমূলকে তোলাবাজ দল আখ্যা দিয়ে সমালোচনা করেছে। এদিন পাল্টা জবাব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নিজেরা লাখ লাখ কোটি কোটি রুপি তুলে এখন আমাদের তোলাবাজ বলছে! বিজেপি সবচেয়ে বড় তোলাবাজ দল। বিজেপি রাজনৈতিক দল নয়, জঘন্য দল।

তিনি বলেন, আমরা নন্দীগ্রাম, সিঙ্গুরে কৃষকদের স্বার্থরক্ষায় প্রাণ দিয়েছি। আমরা একজন কৃষকেরও জমি কেড়ে নেইনি। আর বিজেপির জন্য আজ কৃষক আন্দোলন হয়। তিনটি বিল এনে কৃষকদের সব কেড়ে নিতে চাচ্ছে।

সূত্র: নিউজ ১৮

সর্বশেষ সংবাদ

ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট

যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ যাত্রায় প্রফেসর ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে আছে যুক্তরাজ্য।...

এই বিভাগের অন্যান্য সংবাদ