spot_img

দেশে পৌঁছালো মওদুদ আহমদের মরদেহ

অবশ্যই পরুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের মরদেহ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেছে।

মরদেহের সঙ্গে আসেন মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জসীম উদ্দিন মওদুদ। বিমানবন্দর এলাকায় মওদুদ আহমেদের মরদেহ গ্রহণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতাকর্মীরা। সোয়া সাতটায় মওদুদের মরদেহ লাশবাহী গাড়িতে তোলা হয়। পুষ্পস্তবক সহ শ্রদ্ধা নিবেদন হয় সেখানেই। বিমানবন্দর থেকে মরদেহ সরাসরি গুলশানে মওদুদ আহমেদের নিজ বাসভবনে নেয়া হয়।

কর্মজীবনে তার সাফল্য ছাপিয়ে যায় রাজনৈতিক পরিচয়কেও। জ্বালানী উপদেষ্টা তৌফিক এ এলাহী চৌধুরীর এমনটাই জানান।

নিজ বাসভবন থেকে মরদেহ সংরক্ষণের জন্য নেয়া হবে অ্যাপোলো হাসপাতালে। শুক্রবার সকাল ৯টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তার মরদেহ রাখা হবে। সকাল ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রথম জানাজা হবে।

সর্বশেষ সংবাদ

মানসিক সমস্যায় ভুগছেন এমবাপ্পে!

ছোট থেকে স্বপ্ন দেখতেন, একদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলবেন। স্বপ্ন এখন বাস্তব। কিলিয়ান এমবাপ্পে রিয়ালের হয়ে গত অগাস্ট থেকেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ