বরুশিয়া মনশেনগ্রাডবাখের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি । দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করলো পেপ গার্দিওলা বাহিনী।
লিগে দুর্দান্ত, শিরোপায় ম্যানচেস্টার সিটি এক রকম হাত দিয়েই রেখেছে বলা চলে। অপ্রতিরোধ্য ধারা চ্যাম্পিয়ন্স লিগেও। ইংলিশ ক্লাবটির এ মৌসুমে এখন পর্যন্ত টানা ২৫ ম্যাচে অপরাজিত। যার মধ্যে ২৪টি জয় আর ১টি ড্র।
পরিসংখ্যান বলে দেয় কতটা ছন্দে রয়েছে সিটিজেনরা। তবে গুরু পেপ গার্দিওলা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ বলেই কিনা কোন ঝুকি নিলেন না। সেরা একাদশটাই মাঠে নামালেন।
জার্মান ক্লাব বুরুশিয়ার বিপক্ষে অবশ্য প্রথম লেগেই এগিয়ে ছিল ২-০ গোলে। করোনা ভাইরাসের কারণে নিরপেক্ষ ভেন্যু পুসকাস অ্যারেনায় ম্যাচটা। তবে এতিহাদরে ছন্দটাই দেখা গেছে বুদাপেস্টে।
লিড পেতেও অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। ১২ মিনিটে কেভিন ডি ব্রুইনা দলকে এগিয়ে নেন। রিয়াদ মাহরাজের অ্যাসিস্টে জাল জার্মান ক্লাবটির কাঁপান এই বেলজিয়ান তারকা।
গোল হজম করে হতভম্ব বরুশিয়া মনশেনগ্লাডবাখ। নিজেদের গুছিয়ে উঠার আগে আরো একবার হানা প্রতিপক্ষের।
দারুণ বুঝাপড়ায় এবার স্কোর শিটে নাম লেখান গুন্ডগান। ফোডেনের পাস থেকে গোল করেন এই জার্মান ফুটবলার।
প্রথমার্ধটা কাটে ২-০ গোলের লিডে। তবে দ্বিতীয়ার্ধেও বেশ কিছু আক্রমণ ছিল চোখে পড়ার মতো। কিন্তু সিটিজেনদের ফরোয়ার্ডরা ব্যর্থ বরুশিয়ার দুর্গ ভাঙ্গতে। ম্যাচে ফিরতে চেষ্টা চালিয়েছে জার্মান ক্লাবটি। কিন্তু দিনটা যে ছিল ম্যানসিটির। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলা শিষ্যদের। ফলাফলটা দুই লেগ মিলিয়ে ৪-০।