তালেবানদের সিনিয়র সদস্যরা যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে মস্কোতে কাবুল সরকারের সাথে এক বৈঠকে অংশ নেবেন। সোমবার জঙ্গি গ্রুপটি একথা জানিয়েছে। খবর-এএফপি।
আফগানিস্তানে দুই দশকের সামরিক উপস্থিতির অবসানের সিদ্ধান্তের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মে’র সময় সীমার প্রাক্কালে রাশিয়ার আমন্ত্রণে উভয় পক্ষের আলোচনায় বসার কথা রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর সোমবার (১৫ মার্চ) জানায়, আফগানিস্তানে নিযুক্ত ওয়াশিংটনের বিশেষ দূত জালমে খলিলজাদ মস্কোতে ওই বৈঠকে যোগ দেবেন। আফগান শান্তি প্রক্রিয়াকে উৎসাহিত এবং সহযোগিতা করার ব্যাপারে চলমান মার্কিন প্রচেষ্টার অংশ হিসেবে তিনি এ আলোচনায় অংশ নিচ্ছেন।
মার্কিন পররাষ্ট্র বিভাগের নারী মুখপাত্র জলিনা পোর্টার সাংবাদিকদের বলেন, আফগান শান্তি প্রক্রিয়া সমর্থনে বৃহস্পতিবারের আলোচনা হবে অন্যান্য সকল আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টার অনুপূরক।
মার্কিন সৈন্যদের দেশ ত্যাগে বাধ্য করতে তালেবানরা তাদেরকে আবারো শক্তিশালী করার আশংকার প্রেক্ষাপটে একটি ‘অন্তর্ভুক্তিমূলক’ সরকার এবং শান্তি চুক্তি প্রতিষ্ঠার ব্যাপারে কাজ করতে যুক্তরাষ্ট্র আফগান নেতৃত্বকে উৎসাহিত করে।
কাতারে তালেবান দফতরের মুখপাত্র মোহাম্মাদ নাঈম টুইটার বার্তায় বলেন, ‘তালেবান কো-ফাউন্ডার মোল্লা বরাদার আখন্দের নেতৃত্বে আফগানিস্তান ইসলামিক আমিরাতের উচ্চ পর্যায়ের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল মস্কোতে অনুষ্ঠিত ওই আলোচনায় অংশ নেবেন।’
রাশিয়ার সাথে উত্তেজনা সত্ত্বেও যুক্তরাষ্ট্র এ আলোচনায় বসতে যাওয়ায় মস্কোর ভূমিকাকে স্বাগত জানিয়েছে। তারা কূটনৈতিক পদক্ষেপ জোরদার করার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের অপর প্রতিপক্ষ দেশ চীনের সাথেও আলোচনা করে।