spot_img

ইসরাইলে ‘স্বেচ্ছায়’ ১০১ কোটি টাকা বিনিয়োগ করবেন আবুধাবির যুবরাজ

অবশ্যই পরুন

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম রাজ্য আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান ইসরাইলে ‘স্বেচ্ছায়’ ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচেছন, বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ ১০১ কোটি ৬৫ লাখ ৪৭ হাজার আট শ’ ৪০ টাকা। সোমবার দেশটির আর্মি রেডিওর সাথে এক সাক্ষাতকারে এই কথা বলেন তিনি।

সাক্ষাতকারে নেতানিয়াহু বলেন, ‘আবুধাবির যুবরাজ বলেছেন যে করোনাভাইরাস মহামারীর পরে ইসরাইলি অর্থনীতি পুনরুদ্ধার প্রকল্পে তিনি অংশীদার হতে চান।’

নেতানিয়াহুর এই বক্তব্যের পর সংযুক্ত আরব আমিরাতের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার এক দিনের সরকারী সফরে সংযুক্ত আরব আমিরাতে নেতানিয়াহুর আসার কথা থাকলেও জর্দানের আকাশসীমা ব্যবহার করে বিমান যাত্রায় সমন্বয়হীনতার কারণে শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়।

আমিরাতের বার্তা সংস্থা ডব্লিউএএমের তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর সফর বাতিল হওয়ার পর আমিরাত ইসরাইলে ১০ বিলিয়ন ডলার (বাংলাদেশী মুদ্রায় ৮৪ হাজার সাত শ’ ১২ কোটি ৩২ লাখ টাকা) বিনিয়োগ তহবিল শুরু করতে সম্মতি জানায়।

দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর থেকে আমিরাত ও ইসরাইলের মধ্যে বাণিজ্যের পরিমাণ ৩০ কোটি ডলারে (বাংলাদেশী মুদ্রায় দুই হাজার পাঁচ শ ৪১ কোটি ৩৬ লাখ ৯৬ হাজার টাকা) পৌঁছেছে। গত বছর আমিরাত-ইসরাইলের মধ্যে স্বাভাবিক কূটনীতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু চুক্তি স্বাক্ষর করেছে।

সূত্র : ডেইলি সাবাহ

সর্বশেষ সংবাদ

বিভক্ত হলে ষড়যন্ত্রকারীরা সফল হওয়ার পথ খুঁজে পাবে: জামায়াত আমির

দেশের মানুষ ৭ নভেম্বর ও ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ